সুধী, আসসালামু আলাইকুম, আসছে আগামী ১৫ আগষ্ট ২০১৪খ্রিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষ্যে ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। স্থানঃ ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, তারিখঃ ১৫/০৮/২০১৪খ্রিঃ, রোজঃ শুক্রবার। কর্মসূচীঃ ০১। সূর্য্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ; ০২। সকাল ০৯:০০ টায় আলোচনা সভা; ০৩। সকাল ১০:০০ টায় মিলাদ মাহফিল ও দোয়া খায়ের; উক্ত আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য। স্বাক্ষরিত/- (মোঃ রকিবুল হাসান) চেয়ারম্যান, ২নং হারাগাছ ইউনিয়ন পরিষদ, কাউনিয়া, রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস